তবু স্যালুট হে ২৬শে মার্চ !

২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
শেয়ার করুন:
এবার তোমাদের কথা বলো! অনেক হয়েছে ভূমিকাতোমরা থামো এবার তোমাদের কথা শুনি!আমরা ভালো নেই, অপরাধী হই প্রতিনিয়ত!আমাদের হাতে উঠে আসে আগ্নেয়াস্ত্র অনায়াসেআমাদের ফোনে ভাইব্রেট তোলে বসের ফোনআমাদের চোখে বেধে দেওয়া হয় কালো পতাকাআমাদের হাতে...আমাদের হাতে লেগে থাকে তাজা রক্ত!থামো! থামোতো!আমাদেও হাতে প্রতিনিয়ত জীবন দিচ্ছে.. ..থামো ! থামো! অমন রক্তের রগরগে বিবরণ শুনিও না আর!এবার তোমাদের কথা বলো--------আমাদের সম্মুখে নেই ভাতের থালা, আমাদের কাঁধে তুলে দেওয়া হয় ময়লা বস্তা। আমরা খাবার খুঁজিডাস্টবিন আর চাইনিজের ভাগাড়ে. . . . .বলো আরও বলো, আমি আরও শুনতে চাইআমি আরও জানতে চাই আমি আরও দেখতে চাইএদেশের মানুষের দু:খ কষ্টসব আজ খুলে বলো, সবাই বলো, বলো সমস্বরে!আজ তোমরা স্বাধীন! একেবারেই স্বাধীনশুধু নিশ্চয়তা নেই অধিকারের, নিশ্চয়তা নেই সমাধানেরতবু স্যালুট হে ২৬শে মার্চ আজ বলতে পারার আনন্দে!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.