তেলের মূল্যবৃদ্ধি


29 Nov 2010   05:42:51 PM   Monday BdST E-mail this Topics

‘এটা কি মগের মুল্লুক! যখন খুশি তেলের দাম বাড়াবেন!’


‘এটা কি মগের মুল্লুক! যখন খুশি তেলের দাম বাড়াবেন!’
স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম ঢাকা: মুক্তবাজারের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন না, মুনাফা করছেন। তেল ব্যবসায়ীদের জন্য সারা দেশের জনগণ অস্থিরতার মধ্যে রয়েছেন।

সোমবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকে ভোজ্য তেলের মূল্য নির্ধারণ নিয়ে তেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান একথা বলেছেন।

তিনি উপস্থিত তেল ব্যবসায়ীদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা কি মগের মুল্লুক নাকি! যখন খুশি আপানারা তেলের দাম বাড়াবেন!’

মন্ত্রী ব্যবসায়ীদেরকে বলেন, ‘দাম নির্ধারণ না করে মন্ত্রণালয় ত্যাগ করতে পারবেন না আপনারা।’

মন্ত্রী বোতলজাত তেল খোলা বাজারে তেলের দাম নির্দিষ্ট করে দিতে হবে জানিয়ে বলেন, ‘বোতলের গায়ে দাম লেখা থাকতে হবে।’

তিনি বলেন, ‘মূল্য বৃদ্ধির যৌক্তিক কারণ থাকতে হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে। কেন তেলের দাম বাড়ানো হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তেলের দাম বাড়নো যাবে না। প্রয়োজনে ১৫ দিন পরপর বসে তেলের দাম ঠিক করতে হবে।’

সম্প্রতি একদিনে লিটার প্রতি ভোজ্য তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়া প্রসঙ্গ উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ‘কিভাবে একদিনে তেলের দাম ১৩ টাকা বেড়ে যায় ?’
 ভোজ্য তেল ব্যবসায়ীদের ওপর প্রচণ্ড ক্ষোভে নিয়ে মন্ত্রী ফারুক খান বলেন, ‘এখন বসে হিসাব করুন, তেলের লিটার প্রতি কত দাম হওয়া উচিৎ আর কত দামে তা বিক্রি হচ্ছে! এর উপযুক্ত ব্যাখ্যা দিতে হবে আপনাদেরকে।

ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে দুপুর আড়াইটায় শুরু হওয়া বাণিজ্যমন্ত্রীর এই সভা এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৫টা) চলছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.