বৃষ্টি বিলাসঃ
বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক)
২৪ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
     
বসন্তকাল গত কিন্তু কাগজে কলমে এই কথা প্রমাণ করা যাবে না যেহেতু বর্ষপঞ্জিকায় বৈশাখ এখনো আসে নাই...। কি রকম যেন দিনগুলো, একটা গুমোট অস্থিরতা প্রকৃতিতে বিরাজমান বাতাসে জলের কণা ক্রমশই বাড়ন্ত ।এবারের গরমটা খুবই অসহ্য ঠেকছে...নোন্তা জলের আবেশে পোশাক সাথে গায়ের সংগ্রাম।এমনি যখন অবস্থা তখন হঠাত ঈশাণ কোনে হাল্কা জমাট বাষ্প দিনের আলোকে ম্লান করে দেয় যেন সহসাই সন্ধ্যা নামবে আর সেই সাথে থেমে থেমে চলে অদ্ভুত শীতল হাওয়া...রাস্তায় পরে থাকা কাগজ আর পলিব্যাগের মধ্যে ঘূর্ণন শক্তি জমা হয়, তারা যেন ঘুরে ঘুরে মাটি ফেলে আসমানের দিকে উঠতে চায়... প্রাচীন জটাধারী বৃক্ষ তার ভারী দেহ কে মাইকেল জ্যাক্সনের আদলে একটু দোলায় আর শীর্ণকায় বৃক্ষদের চলে ধ্রুপদী নৃত্যের কসরত ওদিকে যেন জলের আশায় বেড়ে যায় রিকশার ক্রিং ক্রিং...মোটর গাড়ির হর্ণ...যাপিত জীবনের আচমকা গতি বেড়ে যায়...অলি গলি তে ভর করে ঐশ্বরিক প্রান...তার টানেই বের হয়ে ছোট ছোট ছেলেমেয়েরা...তাদের কেন জানি আজ কোন শাসন মানতে ইচ্ছে করে না ...প্রকৃতির এই অন্তস্বত্তায় জনমনে জন্মায় চঞ্চলতা...প্রকৃতি, প্রান আর মানুষ এটাই যে সৃষ্টির নিগূঢ় তত্ত্ব তা যেন আবার বোধগম্য হয় ...বুঝতে পারি এটাই পৃথিবীর সবচেয়ে আদিম ও চরম সম্পর্ক......
কিন্তু শেষ পর্যন্ত আজও জলের দেখা মিলেনি...হাল্কা মেঘ উড়ে চলে যাচ্ছে...বড় অস্থির...
তবুও আশা থেকে গেল সময় আর বেশি নেই...বৃষ্টি আসছে..............................
আজ প্রথম কিস্তি হিসাবে ৬০ টি গানের ডাউনলোড লিংক প্রকাশ করা হল। সংরহে আরো ৪০ এর অধিক গানের নাম আছে।সে গুলির ডাউনলোড লিংক সংগ্রহের চেষ্টা চলছে।পরের আপডেটে সেগুলি প্রকাশের আশা রাখি।
ডাউনলোড বিষয়ক সহায়তাঃ 
১)Esnips  থেকে ডাউনলোড করতে IDM    এর সহায়তা নিতে পারেন।  অথবা Esnips Link Generator এর সহায়তা নিতে পারেন।
২)যে কয়েকটি  গান ১২৮ kpbs  এর নিচে আছে,সেগুলির ক্ষেত্রে ডাউনোডের পর Audio Converter Software   এর সহায়তা নিতে পারেন।
বিদ্রঃ  
১)যদি কোন লিংক ডেড থাকে অনুগ্রহ করে রিপোর্ট করুন।
২) সম্ভব হলে আপনার কাছে প্রিয় ১০ টি গানের ক্রম নাম্বার মন্তব্য আকারে দিলে পরবর্তি আপডেটে রেটিং হিসাবে দেয়া যাবে।
**************************************************
লিংকঃ
১) বাদল দিনের প্রথম কদম ফুল  
২)আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম- শ্রীকান্ত    
৩)এখনি নামবে বৃষ্টি - হাবীব 
৪)আজ এই বৃষ্টির কান্না দেখে - নিয়াজ মাহমুদ  
৫)এক বরষার বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসল - নীলোফার ইয়াসমিন 
৬)চলো ভিজি  আজ বৃষ্টিতে - হাবিব 
৭)ঝুম ঝুম বৃষ্টি-কুমার বিশ্বজিত ও কনা 
৮) এক দিন বৃষ্টিতে বিকেলে - অঞ্জন দত্ত  
৯)ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়োনা-( হৈমন্তি শুক্লা)    
 ১০)আষাঢ় শ্রাবণ, মানে নাতো মন, ঝর ঝর- ঝর ঝর ঝরেছে   
১১)শাওন রাতে যদি, স্মরণে আসে মোরে-মান্না দে 
১২) অঝর ধারায়-বাপ্পা 
১৩)হাওয়ায় মেঘ সরায়ে,ফুল ঝরায়ে - কিশোর কুমার 
১৪)অনেক বৃষ্টি ঝরে,তুমি এলে- রুনা লাইলা 
১৫) বৃষ্টির গান - শহীদ 
১৬) বৃষ্টি নেমেছে- ওয়ারফেজ 
১৭)এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে-- আর্টসেল  
১৮) চল বৃষ্টি নামাই - হাবীব   
১৯)বৃষ্টি ঝরে যায়- তৌসিফ  
২০) আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি- সুবির নন্দি  
২১)আমি বৃষ্টি ভালোবাসি - মৌসুমি ভৌমিক  
২২)টিপ টিপ বৃষ্টি - শেখ ইসতিয়াখ 
২৩)বৃষ্টি পরে -বাপ্পা  
২৪)সারা দিন বৃষ্টি বৃষ্টি   -ইন্দ্রনীল   
২৫)বৃষ্টি  -  জেমস  
২৬) আজ তোমার মেঘে মেঘে রঙ ধনু - পুনম 
২৭) বরষা  - শিরোনামহীন  
২৮) বৃষ্টি রাতে - অর্নব  
২৯)ও বৃষ্টি - বাচ্চু  
৩০) আজ শ্রাবনের বাতাস বুকে  - রুপঙ্গকর  
৩১) শহুরে বৃষ্টি  -   সুমন চৌধুরী    
৩২) এক বরষায় - শাওন   
৩৩) এই মেঘলা দিনে একলা   
৩৪) একি রিম ঝিম  
 ৩৫)এমনি বরষা ছিল সেদিন 
৩৬)আমি বৃষ্টি চাই - সুভোমিতা   
৩৭)মেঘ হলে মন বিকেলকেলায়-শ্রীকান্ত 
 ৩৮)বৃষ্টি -   এলিটা (রাগা )  
৩৯)বৃষ্টি দেখে অনেক কেদেছি-পার্থ বড়ুয়া/মুহিত
৪০)আষার শ্রাবন  এল আর বি    
৪১)বৃষ্টি শেষে   
৪২) অনেক বৃষ্টি পরে- বাপ্পা  
৪৩)এলোমেলো বৃষ্টি হৃদয় খান  
৪৪) একটু বৃষ্টি - রাফা  
৪৫) এক পশলা বৃষ্টিতে কুমার বিশ্বজিত  
৪৬)বৃষ্টি ভেজা সন্ধ্যায়- আসিফ 
৪৭)বৃষ্টি- তিশমা   
৪৮)বৃষ্টি উদাস - ন্যান্সি 
৪৯)বৃষ্টি হবে -ফাহমিদা  
৫০)বৃষ্টি খবর ভেজা - ক্রান্তি  
৫১)টুপুর টুপুর বৃষ্টি - হেমন্ত  
৫২)বৃষ্টি ভেজা রাতে - আনিতা  
৫৩)বৃষ্টি ভেজা রাতে - অর্নব 
৫৪)এত বৃষ্টি-সামিনা  
৫৫)কেন বৃষ্টি ঝর- হাসান  
৫৬) বৃষ্টি ভেজা - বাচ্চু 
৫৭)টুপ টুপ বৃষ্টি - হাসান   
 ৫৮)দৃষ্টি ভরা বৃষ্টি - কুমার বিশ্বজিত
 ৫৯)আমি বৃষ্টি দেখেছি ,বৃষ্টির ছবি একেছি   - অন্জন দত্ত 
৬০)বৃষ্টি- তানিম 
গান মনোনয়নের জন্য যাদের কাছে কৃতজ্ঞঃ
বৃষ্টি বালক,বাবুনি সুপ্তি্ , ইরফান রিজভী,রাত্রি২০১০ , অবসরের গান , আলিম আল রাজি , মহলদার , সমুদ্র কন্যা ,লুমেন্ ,কলম.বিডি , ই য়া দ ,সিউল রায়হান ,মানবিক ৩০, দি ফ্লাইং ডাচম্যান , সামিউর , কাকলাশ , পাপন , অপ্রয়োজন , সিনথিয়া জামান , সালেহীন শিপ্রা , সায়েম মুন , তানিয়া মুন ,নস্টালজিক
ও আরো অনেকেই
 









কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন