বুকের ভিতর কান্নাগুলো অঝোর ধারায় ঝরছে

বুকের ভিতর কান্নাগুলো
অঝোর ধারায় ঝরছে তবুও কেন ওরা আমার কণ্ঠ চেপে ধরছে? নকীব তুমি, দিশারী ছিলে বিশ্ব মুসলিমের তোমার খুনে রাঙলে ধরা ক্ষমা নেই মুনাফিকের। শহীদি খুনের খুশবু কেমন জানে কি ওরা কেউ? শহীদি খুনের খুশবুতে জাগে বিশ্ব নিখিলে ঢেউ! ওরা তো জানে সত্য তুমি মিথ্যা ওদের জাল রাজনীতিতে নিঃস্ব বলে মিটিয়ে নিচ্ছে ঝাল!! একই জালে ফাঁসবে ওরা নেই পালাবার পথ খুনের নেশায় বিভোর বলে মানে না ভিন্নমত। হৃদয়ে আজ কান্না শুধু আমার তোমার ঘরে এর চেয়ে বেশি কাঁদবে ওরা দাদাদের গলা ধরে!!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.