কর্ণেল গুলজার আহমেদ।
বাংলাদেশের সরকারী গোয়েন্দাবাহিনীগুলোর ইতিহাসের সবচেয়ে চৌকশ, মেধাবী, হার না মানা এক নাম- কর্ণেল গুলজার আহমেদ। কিন্তু এই নির্ভীক সেনানীকে এই বাংলার নব্য মীরজাফরেরা বেঁচে থাকতে দেয়নি। ষড়যন্ত্র করে BDR-এর কিছু অশিক্ষিত জোয়ানদের দিয়ে করুণ ভাবে হত্যা করেছে। কিন্তু, কেন??!!!
এইজন্যই কি যে তিনি আমাদের দেশের রাজনীতিকে ঘুনে খাওয়ার মত কুড়ে কুড়ে যারা এতদিন খেয়ে আসছিলো, দেশপ্রেমের ভং ধরে থাকা সেসব মীরজাফর, জগৎ শেঠদের কালো মুখোশ জাতির সামনে উন্মোচন করে দিয়েছিলেন? বাসে আগুন দিয়ে এদেশের মানুষদের জীবন্ত দগ্ধ করে মেরেছিল যেসকল 'নেতা' নামক দানবগুলো, তাদের ধরে জাতির প্রতি করা তাদের অপরাধগুলোর স্বীকারোক্তি আদায় করেছিলেন বলেই কি তাকে এই পৃথিবী থেকে সুকৌশলে সরিয়ে দেওয়া হয়েছিলো?
YouTube-এর এই অডিও টেপটি শুনলে তো তা-ই মনে হয়, যেখানে কর্ণেল গুলজার আহমেদের বুদ্ধিদীপ্ত ইন্টারোগেশনে আওয়ামী লীগ নেতা শেখ সেলিম নিজ মুখে স্বীকার করেছেন- তারই নির্দেশে যুবলীগ নেতা মির্জা আযম, নানক BNP-এর শাসনামলে বাসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছিলো!!!
ওহ্,! এরা কি মানুষ!!!
Sheikh Selim Confesses Setting Fire on Bus Part 1
Sheikh Selim Confesses Setting Fire on Bus Part 2
এইজন্যই কি যে তিনি আমাদের দেশের রাজনীতিকে ঘুনে খাওয়ার মত কুড়ে কুড়ে যারা এতদিন খেয়ে আসছিলো, দেশপ্রেমের ভং ধরে থাকা সেসব মীরজাফর, জগৎ শেঠদের কালো মুখোশ জাতির সামনে উন্মোচন করে দিয়েছিলেন? বাসে আগুন দিয়ে এদেশের মানুষদের জীবন্ত দগ্ধ করে মেরেছিল যেসকল 'নেতা' নামক দানবগুলো, তাদের ধরে জাতির প্রতি করা তাদের অপরাধগুলোর স্বীকারোক্তি আদায় করেছিলেন বলেই কি তাকে এই পৃথিবী থেকে সুকৌশলে সরিয়ে দেওয়া হয়েছিলো?
YouTube-এর এই অডিও টেপটি শুনলে তো তা-ই মনে হয়, যেখানে কর্ণেল গুলজার আহমেদের বুদ্ধিদীপ্ত ইন্টারোগেশনে আওয়ামী লীগ নেতা শেখ সেলিম নিজ মুখে স্বীকার করেছেন- তারই নির্দেশে যুবলীগ নেতা মির্জা আযম, নানক BNP-এর শাসনামলে বাসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছিলো!!!
ওহ্,! এরা কি মানুষ!!!
Sheikh Selim Confesses Setting Fire on Bus Part 1
Sheikh Selim Confesses Setting Fire on Bus Part 2
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন