বৃষ্টির পানি , আল-কোরআন এবং বিজ্ঞান !
২৯ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
১. "আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেন বিশুদ্ধ পানি ।" (সূরা ফুরকান-৪৮)বৃষ্টির পানি যে বিশুদ্ধ পানি এটা বিজ্ঞানের সাম্প্রতিক আবিস্কার । নদ-নদী, খাল-বিল বা সমুদ্র হতে বাষ্পীভবনের মাধ্যমে পানি যখন জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যায়, তখন পানি ময়লা-আবর্জনা মুক্ত হয়ে যায় । এই জলীয় বাস্প ঘনীভূত হয়ে মেঘ তৈরী হয় । পরে মেঘ হতে যখন বৃষ্টি হয় তখন বিশুদ্ধ পানি ভূ-পৃষ্ঠে পতিত হয় । আজ থেকে চৌদ্দশ বছর পূর্বেই কুরআন বিশ্ববাসীকে বৃষ্টির পানির বিশুদ্ধতার ব্যাপারে অবহিত করেছে ।২. ভূ-গর্ভস্হ পানি আসলে বৃষ্টির-ই পানি যা আল্লাহ ভূ-গর্ভে সংরক্ষণ করেন । সে ভূ-গর্ভস্হ পানি মাটির প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে স্রোতাকারে প্রবাহিত হয় এবং সে স্রোতের উচ্চতা উঠানামা করে । বলা বাহুল্য, ভূ-গর্ভস্হ পানি স্রোতাকারে প্রবাহিত হয় এ সত্যটাও মানুষ আবিস্কার করে আল-কুরআন নাযিলের বহু শত বৎসর পর । বলা হয়েছে-"আমি আকাশ থেকে বারি বর্ষণ করি পরিমিতভাবে, অতঃপর উহা মৃত্তিকায় সংরক্ষণ করি । আমি উহা অপসারিতও করতে পারি ।" (সূরা - মোমিনুন-১৮)"তুমি কি দেখ না আল্লাহ আকাশ থেকে বারি বর্ষণ করেন, অতঃপর ভূ-গর্ভে একে স্রোতাকারে প্রবাহিত করেন । (সূরা যুমার-২১)"তোমরা ভেবে দেখেছ কি যদি ভূ-গর্ভের পানি তোমাদের নাগালের বাইরে চলে যায়, তবে কে তোমাদেরকে এনে দিতে পারবে সে প্রবাহ ?"---আল-কুরআনের এ প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন ?---প্রশ্নটি কতটুকু যুক্তিঙ্গত কখনও কি আমরা ভেবে দেখেছি ?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.