হরতাল প্রস্তুতি: সারাদেশ
নড়াইলে সাবেক ইউপিচেয়ারম্যান বিএনপি নেতা আটক
নড়াইল প্রতিনিধি
নড়াইলে সাবেক ইউপিচেয়ারম্যান বিএনপিনেতা বুলবুল আহম্মেদকে আটক করেছে নড়াইল থানা পুলিশ। সোমবার বিকেলে শেখহাটি বাজার থেকে তাকে আটক করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জানান, সোমবার বিকেলে সদর উপজেলার সদর উপজেলার শেখহাটি বাজার থেকে তাকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, ৩০ নভেম্বরের বিএনপির ডাকা হরতালে নাশকতা সৃষ্টির আশংকায় তাকে আটক করা হয়েছে।##
বরিশাল ব্যুরো
বরিশালে সাংবাদিকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে প্রেসক্লাবের দেয়া ৫দিনের আল্টিমেটামের প্রথম দিনে কয়েকশ সাংবাদিক নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে আজ ২৯ নভেম্বর বিকেলে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাস্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বরিশালের পুলিশ কমিশনার ডা.আবদুর রহিম, কোতয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন ও বিতর্কিত এ.এস আই মহিউদ্দিনের অপসারন দাবী করেন সাংবাদিকরা।
মিছিলে নেতৃত্ব দেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এ.এম ইকবাল, সাধারন সম্পাদক লিটন বাশার সহ বরিশালের সিনিয়র সাংবাদিকরা। একিই সাথে হামলার প্রতিবাদে কালোব্যাজ ধারন করেন সাংবাদিকরা।
এদিকে বরিশালের সাংবাদিকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বরিশাল প্রেসক্লাবের সাথে একাতœতা প্রকাশ করে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বরিশাল বিভাগের সবকটি জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা। ##
ব্রাহ্মণবাড়িয়া
আজ সোমবার সন্ধ্যায় হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে শহরে মিছিল বের করলে পুলিশের বাধার মুখে মিছিল পন্ড হয়ে যায়।বিকেল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোব মিছিলটি বের হয়ে শহরের টিএ রোডের ব্রীজের কাছে আসার পর পুলিশ এতে বাঁধা দেয় ।এসময় বিএনপির বিক্ষুদ্ধ নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করে । এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পেীর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,সাধারন সম্পাদক জহিরুল হক খোকন,সিরাজুল ইসলাম সিরাজ,আনিসুর রহমান মঞ্জু প্রমুখ।
সভায় বক্তারা বলেন সরকার বিএনপির গনতান্ত্রিক আন্দোলনে সরকারের পেটুয়া বাহিনী পুলিশ লেলিয়ে দিয়ে আন্দোলন নশ্যাৎ করতে চায়।যা জনগন হতে দেবে না।
নোয়াখালী
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সিরাজুল হক জেলা পর্যায়ের বিভাগীয় প্রধানদের পারস্পরিক সহযোগীতার মনোভাব নিয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। তিনি সোমবার নোয়াখালীতে জেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তৃতাদানকালে এই আহবান জানান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। সকাল দশটা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের কাছ থেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন- আপনারা জেলা পর্যায়ের বিভাগীয় প্রধানেরা পারস্পরিক সহযোগীতার মনোভাব নিয়ে কাজ করলে সরকারের বিভিন্ন ভাল উদ্যোগের সুফল সহজে জনগন পেতে পারেন। তা ছাড়া আপনারা একে অপরের কাজে সহায়তা করলে দাপ্তরিক গতিশীলতা বজায় থাকে। তিনি নোয়াখালীতে যাতে কোন ছাত্রী কিংবা নারী ইভ টিজিংয়ের শিকার না হন বা কোন বখাটে ওই অপরাধে জড়িড়ে পড়তে না পারে সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেন।
ঠাকুরগাঁওয়ে হরতালের সমর্থনে বিএনপি’র বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকা আগামীকালের সকাল-সন্ধ্যা হরতালকে সফল করতে আজ বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বরে করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তোজাম্মেল হক তাজু খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জা ফয়সাল, ওবায়দুল্লাহ মাসুদ, আব্দুল হামিদ, পয়গাম আলী, এ্যাড. সৈয়দ আলম, রাশেদ আলম লাবু ও আবু নুর চৌধুরী। আলোচনা সভায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপি’র সকল রাজনৈতিক মামলা বিনা পয়সায় পরিচালনা করার অঙ্গিকার করেন।
পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ
নিহত ৪, আহত ৩ জন
পাবনা , ২৯ নভেম্বর
আজ সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১ শিশুসহ ৪ জন নিহত হয়েছে। দুপুরে পাবনাÑরাজশাহী মহাসড়কের দাশুড়িয়া নামক স্থানে যাত্রীবাহী মিনিবাস ও সিএনজি চালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১ শিশুসহ ৩ জন নিহত এবং ২ জন আহত হয়। সন্ধায় রূপপুর মোড়ে অপর এক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অপর জন আহত হয়। নিহতরা হলো গোধূলী (৮), ওয়াহেদুল ইসলাম ডাব্লু (৪২), সিএনজি চালক আরিফুল ইসলাম সুজন (৩৫), এবং মানিক ফকির (৬৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে পাবনাÑরাজশাহী মহাসড়কের ঈশ্বরদীর দাশুড়িয়া নামক স্থানে ঈশ্বরদীগামী তামান্না পরিবহন নামক যাত্রীবাহী মিনিবাসের সাথে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর মহল্লার হাশেম আলীর ছেলে ও অটোরিক্সার চালক আরিফুর রহমান সুজন এবং ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া গ্রামের ডাবলু ও সুজানগর উপজেলার তুহিন মোল¬ার শিশু মেয়ে গোধূলী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে মারা যায়। দুর্ঘটনায় অপর ২ যাত্রী গুরুতর আহত হয়। আহত তনয় ও জহিরুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। সন্ধায় ঈশ্বরদীর রূপপুর মোড়ে মটর সাইকেল আরোহিকে মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিলে মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় একই উপজেলার মানিক ফকির নিহত হয় এবং অপর জন আহত হয়। আহতের পরিচয় পাওয়া যায়নী। এ ব্যপারে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।
ময়মনসিংহে পুলিশী বাঁধার মুখে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ ॥ হালুয়াঘাটে ৪ যুবদল কর্মী আটক
হরতালের সমর্থনে বিএনপি ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাগ সোমবার বিকেলে নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে ট্রাফিক মোড়ে আসলে পুলিশী বাঁধার মুখে পড়ে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা (দক্ষিণ) বিএনপি’র সভাপতি সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ, সাবেক এমপি খন্দকার নূরজাহান ইয়াসমিন বুলবুল প্রমুখ। এদিকে হালুয়াঘাটে পিকেটিংয়ের সময় ৪ যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।
যশোরে পুলিশের বাঁধার মুখে বিএনপির
সমাবেশ পন্ড : আটক ৭
পুলিশের বাঁধার মুখে আজ বিকেলে যশোরে হরতালপূর্ব সমাবেশ করতে পারেনি বিএনপি। সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল শহরের ভৈরব চত্ত্বরে অবস্থান নেয় পুলিশ। সেখান থেকে তারা বিএনপির প্রচার মাইক নামিয়ে দেয় ও নেতা-কর্মীদের জড়ো হতে বাঁধা দেয়। সেখান থেকে পুলিশ সুমন নামের এক ছাত্রদল কর্মীকে আটক করে। পরে নেতা-কর্মীরা যশোর প্রেসক্লাব চত্ত্বরে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, রোববার রাত থেকে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করতে বাড়ি-বাড়ি হানা দেয়। নেতা-কর্মীদের না পেয়ে পুলিশ বাড়ির মা-বোনদের অশ্লিল ভাষায় গালিগালাজ করে, যা ইভ টিজিংয়ের পর্যায়ে পড়ে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সাবেরুল হক সাবু, ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি এড. ইসহাক, এড. জাফর সাদিক, কোতয়ালি থানা বিএনপির সভাপতি নুরুন্নবী, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। #
কুমিল্লায় হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।। সংঘর্ষ এড়াতে পুলিশের অভিযানে আটক ৭
৩০ নভেম্বর সারাদেশ ব্যাপী হরতাল সমর্থনে সোমবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কুমিল্লা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের কান্দির পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি রাজগঞ্জের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলটিকে বাধা প্রদান করলে মিছিলটি শহরের পূবালী চত্ত্বর ঘুরে এসে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বেগম রাবেয়া চৌধুরী।
এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে হরতাল সমর্থিত বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্য করে মিছিলটি ছত্রভংঙ্গ করেদেয়। অপর দিকে পুলিশ গত ২৪ ঘন্টায় হরতালে সহিংসতার আশংকায় জেলার বিভিন্ন স্থান থেকে ৭জনকে গ্রেফতার করেছে।
মাদারীপুরে হরতালের সমর্থনে বিএনপি’র ঝটিকা মিছিল
আজ (সোমবার) সন্ধ্যায় আগামীকাল (মঙ্গলবার) হরতালের সমর্থনে মাদারীপুর জেলা বিএনপি’র উদ্যেগে শহরের প্ররান বাজার রেন্ডিতলা শহীদ মিনার চত্বর থেকে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ঝটিকা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদকিক্ষণ করে প্ররান বাজার করাচি বিড়ি সড়কে শেষ হয়। মিছিল শেষে হরতালের সমর্থনে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ূন কবির, মাদারীপুর জেলা বিএনপি’র সভাপতি আবু বকর সিদ্দিক আবু মুন্সী,সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান,জেলা যুবদল সভাপতি মিজানুর রহমান মুরাদ প্রমূখ।
নড়াইল প্রতিনিধি
নড়াইলে সাবেক ইউপিচেয়ারম্যান বিএনপিনেতা বুলবুল আহম্মেদকে আটক করেছে নড়াইল থানা পুলিশ। সোমবার বিকেলে শেখহাটি বাজার থেকে তাকে আটক করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জানান, সোমবার বিকেলে সদর উপজেলার সদর উপজেলার শেখহাটি বাজার থেকে তাকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, ৩০ নভেম্বরের বিএনপির ডাকা হরতালে নাশকতা সৃষ্টির আশংকায় তাকে আটক করা হয়েছে।##
ফেনীর ফুলগাজীতে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলায় সাংবাদিকসহ আহত ২০ জন, গ্রেফতার ৫জন
ফেনীর ফুলগাজীতে আজ সোমবার বিকেলে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলায় সাংবাদিকসহ আহত ২০ জন, গ্রেফতার ৫ জন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার বিকেলে ফেনীর ফুলগাজী উপজেলার রেল ষ্টেশন এলাকা থেকে হরতালের সমর্থনে উপজেলা বিএনপির সমাবেশ শেষে মিছিলে বের করে বাজারের দিকে যাওয়ার পথে ফুলগাজী থানা রোডের সামনে অতর্কিত ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলায় ইসলামী টিভির ফটো সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে। এসময় পুলিশ ৫জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বরিশালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে স্বরাস্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি,
৫ দিনের আল্টিমেটামের প্রথমদিনে নগরীতে কয়েকশ সাংবাদিকের বিক্ষোভ। বরিশাল ব্যুরো
বরিশালে সাংবাদিকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে প্রেসক্লাবের দেয়া ৫দিনের আল্টিমেটামের প্রথম দিনে কয়েকশ সাংবাদিক নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে আজ ২৯ নভেম্বর বিকেলে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাস্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বরিশালের পুলিশ কমিশনার ডা.আবদুর রহিম, কোতয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন ও বিতর্কিত এ.এস আই মহিউদ্দিনের অপসারন দাবী করেন সাংবাদিকরা।
মিছিলে নেতৃত্ব দেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এ.এম ইকবাল, সাধারন সম্পাদক লিটন বাশার সহ বরিশালের সিনিয়র সাংবাদিকরা। একিই সাথে হামলার প্রতিবাদে কালোব্যাজ ধারন করেন সাংবাদিকরা।
এদিকে বরিশালের সাংবাদিকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বরিশাল প্রেসক্লাবের সাথে একাতœতা প্রকাশ করে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বরিশাল বিভাগের সবকটি জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা। ##
ব্রাহ্মণবাড়িয়া
আজ সোমবার সন্ধ্যায় হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে শহরে মিছিল বের করলে পুলিশের বাধার মুখে মিছিল পন্ড হয়ে যায়।বিকেল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোব মিছিলটি বের হয়ে শহরের টিএ রোডের ব্রীজের কাছে আসার পর পুলিশ এতে বাঁধা দেয় ।এসময় বিএনপির বিক্ষুদ্ধ নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করে । এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পেীর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,সাধারন সম্পাদক জহিরুল হক খোকন,সিরাজুল ইসলাম সিরাজ,আনিসুর রহমান মঞ্জু প্রমুখ।
সভায় বক্তারা বলেন সরকার বিএনপির গনতান্ত্রিক আন্দোলনে সরকারের পেটুয়া বাহিনী পুলিশ লেলিয়ে দিয়ে আন্দোলন নশ্যাৎ করতে চায়।যা জনগন হতে দেবে না।
নোয়াখালীতে বিভাগীয় কমিশনার
জেলা পর্যায়ের বিভাগীয় প্রধানদের পারস্পরিক সহযোগীতার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহবান
নোয়াখালী
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সিরাজুল হক জেলা পর্যায়ের বিভাগীয় প্রধানদের পারস্পরিক সহযোগীতার মনোভাব নিয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। তিনি সোমবার নোয়াখালীতে জেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তৃতাদানকালে এই আহবান জানান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। সকাল দশটা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের কাছ থেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন- আপনারা জেলা পর্যায়ের বিভাগীয় প্রধানেরা পারস্পরিক সহযোগীতার মনোভাব নিয়ে কাজ করলে সরকারের বিভিন্ন ভাল উদ্যোগের সুফল সহজে জনগন পেতে পারেন। তা ছাড়া আপনারা একে অপরের কাজে সহায়তা করলে দাপ্তরিক গতিশীলতা বজায় থাকে। তিনি নোয়াখালীতে যাতে কোন ছাত্রী কিংবা নারী ইভ টিজিংয়ের শিকার না হন বা কোন বখাটে ওই অপরাধে জড়িড়ে পড়তে না পারে সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেন।
ঠাকুরগাঁওয়ে হরতালের সমর্থনে বিএনপি’র বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকা আগামীকালের সকাল-সন্ধ্যা হরতালকে সফল করতে আজ বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বরে করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তোজাম্মেল হক তাজু খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জা ফয়সাল, ওবায়দুল্লাহ মাসুদ, আব্দুল হামিদ, পয়গাম আলী, এ্যাড. সৈয়দ আলম, রাশেদ আলম লাবু ও আবু নুর চৌধুরী। আলোচনা সভায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপি’র সকল রাজনৈতিক মামলা বিনা পয়সায় পরিচালনা করার অঙ্গিকার করেন।
পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ
নিহত ৪, আহত ৩ জন
পাবনা , ২৯ নভেম্বর
আজ সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১ শিশুসহ ৪ জন নিহত হয়েছে। দুপুরে পাবনাÑরাজশাহী মহাসড়কের দাশুড়িয়া নামক স্থানে যাত্রীবাহী মিনিবাস ও সিএনজি চালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১ শিশুসহ ৩ জন নিহত এবং ২ জন আহত হয়। সন্ধায় রূপপুর মোড়ে অপর এক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অপর জন আহত হয়। নিহতরা হলো গোধূলী (৮), ওয়াহেদুল ইসলাম ডাব্লু (৪২), সিএনজি চালক আরিফুল ইসলাম সুজন (৩৫), এবং মানিক ফকির (৬৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে পাবনাÑরাজশাহী মহাসড়কের ঈশ্বরদীর দাশুড়িয়া নামক স্থানে ঈশ্বরদীগামী তামান্না পরিবহন নামক যাত্রীবাহী মিনিবাসের সাথে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর মহল্লার হাশেম আলীর ছেলে ও অটোরিক্সার চালক আরিফুর রহমান সুজন এবং ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া গ্রামের ডাবলু ও সুজানগর উপজেলার তুহিন মোল¬ার শিশু মেয়ে গোধূলী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে মারা যায়। দুর্ঘটনায় অপর ২ যাত্রী গুরুতর আহত হয়। আহত তনয় ও জহিরুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। সন্ধায় ঈশ্বরদীর রূপপুর মোড়ে মটর সাইকেল আরোহিকে মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিলে মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় একই উপজেলার মানিক ফকির নিহত হয় এবং অপর জন আহত হয়। আহতের পরিচয় পাওয়া যায়নী। এ ব্যপারে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।
ময়মনসিংহে পুলিশী বাঁধার মুখে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ ॥ হালুয়াঘাটে ৪ যুবদল কর্মী আটক
হরতালের সমর্থনে বিএনপি ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাগ সোমবার বিকেলে নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে ট্রাফিক মোড়ে আসলে পুলিশী বাঁধার মুখে পড়ে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা (দক্ষিণ) বিএনপি’র সভাপতি সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ, সাবেক এমপি খন্দকার নূরজাহান ইয়াসমিন বুলবুল প্রমুখ। এদিকে হালুয়াঘাটে পিকেটিংয়ের সময় ৪ যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।
যশোরে পুলিশের বাঁধার মুখে বিএনপির
সমাবেশ পন্ড : আটক ৭
পুলিশের বাঁধার মুখে আজ বিকেলে যশোরে হরতালপূর্ব সমাবেশ করতে পারেনি বিএনপি। সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল শহরের ভৈরব চত্ত্বরে অবস্থান নেয় পুলিশ। সেখান থেকে তারা বিএনপির প্রচার মাইক নামিয়ে দেয় ও নেতা-কর্মীদের জড়ো হতে বাঁধা দেয়। সেখান থেকে পুলিশ সুমন নামের এক ছাত্রদল কর্মীকে আটক করে। পরে নেতা-কর্মীরা যশোর প্রেসক্লাব চত্ত্বরে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, রোববার রাত থেকে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করতে বাড়ি-বাড়ি হানা দেয়। নেতা-কর্মীদের না পেয়ে পুলিশ বাড়ির মা-বোনদের অশ্লিল ভাষায় গালিগালাজ করে, যা ইভ টিজিংয়ের পর্যায়ে পড়ে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সাবেরুল হক সাবু, ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি এড. ইসহাক, এড. জাফর সাদিক, কোতয়ালি থানা বিএনপির সভাপতি নুরুন্নবী, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। #
কুমিল্লায় হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।। সংঘর্ষ এড়াতে পুলিশের অভিযানে আটক ৭
৩০ নভেম্বর সারাদেশ ব্যাপী হরতাল সমর্থনে সোমবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কুমিল্লা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের কান্দির পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি রাজগঞ্জের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলটিকে বাধা প্রদান করলে মিছিলটি শহরের পূবালী চত্ত্বর ঘুরে এসে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বেগম রাবেয়া চৌধুরী।
এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে হরতাল সমর্থিত বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্য করে মিছিলটি ছত্রভংঙ্গ করেদেয়। অপর দিকে পুলিশ গত ২৪ ঘন্টায় হরতালে সহিংসতার আশংকায় জেলার বিভিন্ন স্থান থেকে ৭জনকে গ্রেফতার করেছে।
মাদারীপুরে হরতালের সমর্থনে বিএনপি’র ঝটিকা মিছিল
আজ (সোমবার) সন্ধ্যায় আগামীকাল (মঙ্গলবার) হরতালের সমর্থনে মাদারীপুর জেলা বিএনপি’র উদ্যেগে শহরের প্ররান বাজার রেন্ডিতলা শহীদ মিনার চত্বর থেকে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ঝটিকা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদকিক্ষণ করে প্ররান বাজার করাচি বিড়ি সড়কে শেষ হয়। মিছিল শেষে হরতালের সমর্থনে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ূন কবির, মাদারীপুর জেলা বিএনপি’র সভাপতি আবু বকর সিদ্দিক আবু মুন্সী,সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান,জেলা যুবদল সভাপতি মিজানুর রহমান মুরাদ প্রমূখ।
সাভারের আশুলিয়া ও ধামরাইয়ে হরতাল বিরোধী পৃথক মিছিল
আজ সাভারের আশুলিয়া ও ধামরাইয়ে হরতাল বিরোধী পৃথক মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সমুহ। ধামরাইয়ে বিকেলে উপজেলা রথখোলা রোডে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। মিছিল পূর্ব সময়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু, আওয়ামীলীগ নেতা গোলাম কবীর প্রমুখ। আশুলিয়ার নরসিংহপুরে পৃথক আরেকটি মিছিলে বক্তব্য দেন আওয়ামী নেতা আব্দুল কাদের। এ সময় আওয়ামীলীগ নেতৃবৃন্দ হরতাল বিরোধী লিফলেট ও ষ্টিকার বিতরন করেন। #
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন